thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লকডাউনের আগে বড় উত্থানে পুঁজিবাজার

২০২১ এপ্রিল ১৩ ১৪:৩৫:৫৮
লকডাউনের আগে বড় উত্থানে পুঁজিবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক: লকডাউনের আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ডিএসইরপ্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৮ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১৯৮ এবং ১ হাজার ৯৯৭ পয়েন্টে।

সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট । আজ লেনদেন হয়েছে ৫১১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে ১৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট বেশি লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৪৭ টিকোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৮ টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৯৪ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, দর কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টি। লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

উল্লেখ্য,আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পরযন্ত দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে ব্যাংকের সাথে পুঁজিবাজারও বন্ধ থাকবে।

দ্য রিপোর্ট/এএস/ ১৩ এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর