thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮,  ২৪ রমজান ১৪৪২

করোনা মুক্ত হলেন অক্ষয় কুমার

২০২১ এপ্রিল ১৪ ০৯:৩৯:৩৬
করোনা মুক্ত হলেন অক্ষয় কুমার

দ্য রিপোর্ট ডেস্ক: চলতি মাসের ৪ এপ্রিল ‘রাম সেতু’ সিনেমার শুটিং সেটে করোনা আক্রান্ত হন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় করোনা আক্রান্ত হওয়ার দিন দুয়েক পরেই হাসপাতালে ভর্তি হন তিনি। এবার জানা গেল অক্ষয় করোনামুক্ত হয়েছেন। তার স্ত্রী টুইংকেল খান্না এই সুখবর জানিয়েছেন।

১২ এপ্রিল টুইংকেল তার ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেন, ‘অক্ষয় কুমার এখন সম্পূর্ণ সুস্থ এবং আমরা তাকে নিয়ে ঘরে ফিরছি।’

অক্ষয় নিজেও আরেক বিবৃতিতে জানান, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দুঃসময়ে আমার পাশে থাকার জন্য। আপনাদের সবার ভালবাসায় করোনামুক্ত হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। এবার দিন কয়েক হোম কোয়ারেন্টাইন করে আবারও কাজে ফেরার পালা।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর