thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮,  ২৪ রমজান ১৪৪২

জলের ভেতরেও অন্তরঙ্গ অঙ্কুশ-ঐন্দ্রিলা!

২০২১ এপ্রিল ১৪ ১৪:২৪:৩১
জলের ভেতরেও অন্তরঙ্গ অঙ্কুশ-ঐন্দ্রিলা!

দ্য রিপোর্ট ডেস্ক: টালিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। না, সিনেমার পর্দার জুটি নন তারা, তাদের যুগলবন্দি বাস্তব জীবনে। তারা প্রেম করেন, একসঙ্গে বসবাস করেন। এ কথা কম-বেশি সবারই জানা।

গত মার্চে অঙ্কুশ ও ঐন্দ্রিলা ঘুরতে গিয়েছিলেন মালদ্বীপে। সেখানে তারা বেশ কিছু দিন একান্তে সময় কাটিয়েছেন। ওইসব বিশেষ মুহূর্ত আবার শেয়ার করেছেন ভক্তদের সঙ্গেও।

এখন তারা কলকাতায়। কিন্তু মালদ্বীপের স্মৃতি তো আর মুছে যায়নি। তাই এখনো সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপ ভ্রমণের ছবিগুলো শেয়ার করেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

১৩ এপ্রিল, মঙ্গলবার অঙ্কুশের সঙ্গে মালদ্বীপে কাটানো সময়ের একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ছবিতে দেখা যাচ্ছে, তারা গভীর জলের ভেতর বেশ অন্তরঙ্গ অবস্থায় একজন-আরেকজনকে ধরে আছেন।

ছবিটির ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন, ‘নিঃশব্দ পৃথিবী মনকে শান্ত করে’।

তাদের বিশেষ এই ছবিতে হাজার হাজার অনুসারী লাইক দিয়েছে। আবার মন্তব্যও জমেছে অনেক। অধিকাংশ মন্তব্যে তাদেরকে বাহবা দেয়া হলেও কেউ কেউ সমালোচনা করতে ছাড়েননি। আপত্তিকর কিছু কমেন্টও এসেছে ছবিটির নিচে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর