thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

করোনা আক্রান্ত আকরাম খান হাসপাতালে

২০২১ এপ্রিল ১৫ ২০:৫৮:১০
করোনা আক্রান্ত আকরাম খান হাসপাতালে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ১০ এপ্রিল করোনা পজিটিভ হয়েছেন আকরাম খান। জাতীয় দলের সাবেক এই ক্রিকেট অধিনায়ক শারীরিক জটিলতা নিয়ে ১৫ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন।

আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম বলেন, ‘করোনা পজিটিভ হওয়ার পর আকরামের বাসায় চিকিৎসা চলছিল। কিন্তু কদিন ধরে কাশির পরিমান একটু বেড়ে গিয়েছিল। আরো কিছু টেস্ট করানোর পর চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা বেশ ভালো পর্যায়ে আছে।’

স্পেশালাইজড হাসপাতালে ডাঃ মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন তিনি।তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে সাবিনা আকরাম দোয়া চেয়েছেন।

১০ এপ্রিল আকরাম খান পজিটিভ হওয়ার পর তার বাসার সবার করোনা টেস্ট করানো হয়। সেই টেস্টে বাকি সবাই নেগেটিভ হন।

১৯৮৮ সালে জাতীয় দলে অভিষেক আকরাম খানের। অবসরে যান ২০০৩ সালে। এ সময়ে ৪৪ ওয়ানডে ম্যাচে ২৩.২৩ গড়ে রান করেছেন ৯৭৬। হাফ সেঞ্চুরি আছে ৫টি। এছাড়া টেস্ট খেলেছেন ৮টি। রান করেছেন ২৫৯।

অবসরে গেলেও ক্রিকেটাঙ্গন ছাড়েননি আকরাম খান। বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। কখনো নির্বাচকের ভূমিকায় তাকে দেখা গেছে। কখনো ম্যানেজার হয়েছেন। সবশেষ কয়েক বছর বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানও তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর