thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মিনা পাল থেকে মিষ্টি মেয়ে কবরী

২০২১ এপ্রিল ১৭ ০৪:২৯:১৬
মিনা পাল থেকে মিষ্টি মেয়ে কবরী

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার সংগে প্রায় দুই সপ্তাহের লড়াইয়ে হার মানলেন দেশের ইতিহাসে অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী। শুক্রবার (১৬ এপ্রিল) দিনগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭০ বয়সী এ কিংবদন্তী।

জীবনের ৫০টিরও বছর চলচ্চিত্রের সংগে কাটিয়েছেন। একের পর এক সুপার হিট ছবির এ নায়িকা চলচ্চিত্র পরিচালনাও করেছেন। রাজনীতির মাঠে পা রেখে সংসদ সদস্যও হয়েছেন।

১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী। জন্মস্থান বাঁশখালী হলেও শৈশব ও কৈশোরে বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে। তাঁর আসল নাম ছিলো মিনা পাল। বাবা শ্রীকৃষ্ণদাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল।

চলচ্চিত্রে সপ্রতিভ হলেও ব্যক্তিজীবনে কিছুটা নিষ্প্রভ ছিলেন কবরী। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করেন চিত্ত চৌধুরীকে। পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন গোলাম সারোয়ারকে। তখন থেকেই তিনি কবরী সারোয়ার নামে পরিচিত। প্রায় তিন দশক সংসার করার পর তাদের বিচ্ছেদ ঘটে ২০০৮ সালে। মৃত্যুর সময় তিনি পাঁচ সন্তান রেখে গেছেন।

১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন। তারপর টেলিভিশন এবং সিনেমায় পদার্পণ।

কবরী চলচ্চিত্রে পা রাখেন মাত্র ১৪ বছর বয়সে। ১৯৬৪ সাল প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্ত তাঁর পরিচালিত প্রথম ছবি ‘সুতরাং’-এ ‘পরানে দোলা দিলো এই কোন ভোমরা’ গানের মাধ্যমে মাত্র কিশোরী কবরীকে দর্শকদের কাছে পরিচিতি করান। প্রথম ছবিতেই বাজিমাৎ। মিষ্টি মেয়ের খেতাব পেয়ে যান করবী।

পরের বছর অর্থাৎ ১৯৬৫ সালে অভিনয় করেন ‘জলছবি’ ও ‘বাহানা’য়। এরপর ১৯৬৮ সালে ‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘বাঁশরি’, ‘যে আগুনে পুড়ি’, ১৯৭০ সালে ‘দীপ নেভে নাই’, ‘দর্পচূর্ণ, ‘ক খ গ ঘ ঙ’, ‘বিনিময়’ ছবিগুলোতে অভিনয় করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সংগে গ্রামের বাড়িতে চলে যান। এরপর পরিবার ছেড়ে এক কাপড়ে পাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা-সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী।

স্বাধীনতার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী। তাঁর শতাধিক ছবির মধ্যে ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৭৩) অন্যতম। নায়করাজ রাজ্জাকের সংগে ‘রংবাজ’ চলচ্চিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়।

তবে ১৯৭৫ সালে নায়ক ফারুকের সংগে করা ‘সুজন সখী’ সিনেমাটি জনপ্রিয়তার সব রেকর্ড ছাড়িয়ে যায়।

বাংলা চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে যাঁদের সবচেয়ে বেশি গান জনপ্রিয় তাদের মধ্যে কবরী নিঃসন্দেহে উপরের সারিতেই আছেন। সুজন সখি সিনেমার বিখ্যাত গান ‘সব সখিরে পার করিতে’ কে বলা হয় প্রেম নিবেদনের সবচেয়ে জনপ্রিয় গান।

করবীর জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘আগন্তুক’, ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘সারেং বৌ’, ‘দেবদাস’, ‘হীরামন’, ‘চোরাবালি’, ‘পারুলের সংসার’।

৫০ বছরের অধিক দীর্ঘ সময়ে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সংগে কাজ করেছেন কবরী। তবে রাজ্জাক-কবরীর মতো জনপ্রিয় ঢাকায় সিনেমায় বিরল।

২০০৫ সালে ‘আয়না’ ছবি নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী। ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন রাজনীতিতে। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

বর্ণিল ক্যারিয়ারে অভিনেত্রী হিসেবে মাত্র একবার পেয়েছিলেন জাতীয় পুরস্কার। কারণ, তিনি যখন ক্যারিয়ারের সর্ণালী সময় কাটিয়েছেন তখনো এই পুরস্কার চালুই হয়নি। ২০১৩ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন জাতীয় পুরস্কারের আসরে।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত তাঁর আত্মজীবনীমূলক বই ‘স্মৃতিটুকু থাক’ প্রকাশ পায়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর