thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

তৃণমূলের নির্বাচনী প্রচার বন্ধ

২০২১ এপ্রিল ১৯ ১৯:০৯:২২
তৃণমূলের নির্বাচনী প্রচার বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারতের সর্বোচ্চ করোনা সংক্রমণ ও শনাক্তের পর রোববার নির্বাচনী প্রচার বন্ধের ঘোষণা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার একই পথ অনুসরণ করল পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সোমবার (১৯ এপ্রিল) পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি বিবেচনায় সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন এক টুইটে জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাকি তিন দফা ভোটের আগে প্রচারে স্থগিত রাখতে চান মুখ্যমন্ত্রী। কলকাতায় বড় কোনো জনসভা করবেন না তিনি। এ ছাড়া অন্য জেলাগুলোতেও বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন মমতা।

এ ছাড়া সোমবার সকালে টুইট করে মমতা জানান, “পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অতিরিক্ত ওষুধ ও টিকার আবেদন করার কথাও জানান মুখ্যমন্ত্রী।”

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৮ হাজার ৪১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৯২৭।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর