thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন, তিনমাসে সর্বোচ্চ 

২০২১ এপ্রিল ২০ ১৩:৩১:১৫
হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন, তিনমাসে সর্বোচ্চ 

দ্য রিপোর্ট প্রতিবেদক: লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুঁজিবাজারে উত্থান চলছেই। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত তিনমাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতেএক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে । এক দিনের ব্যবধানে লেনদেন ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সূচকের বড় উত্থান দেখা গেছে ।অন্যদিকে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সব মিলিয়ে আজ পুঁজিবাজার যেন উত্থানের গল্প লিখতে বসেছে।

মঙ্গলবার ডিএসইরপ্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ২৩৩ এবং ২ হাজার ৮২ পয়েন্টে।

সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল৬৯৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট । আজ লেনদেন হয়েছেএক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে৬০২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট বেশি লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৪ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৩ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭১৩ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, দর কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। লেনদেন হয়েছে৭১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দ্য রিপোর্ট/এএস/২০ এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর