thereport24.com
ঢাকা, বুধবার, ২৩ জুন ২০২১, ১০ আষাঢ় ১৪২৮,  ১৩ জিলকদ  ১৪৪২

বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু

২০২১ এপ্রিল ২১ ০৩:১৮:৫৫
বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে সরকার চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে।এই লকডাউন চলবে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।এই লকডাউনের মধ্যে বিশেষ বিবেচনায় বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হচ্ছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি জানান, রাজশাহী ও কক্সবাজার ছাড়া সব রুটে বুধবার সকাল থেকে ফ্লাইট চালু হবে।

বেবিচক চেয়ারম্যান বলেন, লকডাউনে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পারছেন না। তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আসন খালি থাকলে সাধারণ যাত্রীরাও চলাচল করতে পারবেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় ১৪ এপ্রিল থেকে সরকার দেশে কঠোর লকডাউন ঘোষণা করায় অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।গত ৩ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জনশক্তি-এয়ারলাইন্স এর সর্বশেষ খবর

জনশক্তি-এয়ারলাইন্স - এর সব খবর