thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

২০২১ এপ্রিল ২১ ১০:২০:২৬
নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার খলিল হোসেনের ছেলে।

বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া জানান, নাটোর থেকে পাবনাগামী ভুট্টাবোঝাই একটি ট্রাকের সামনের চাকা পাংচার হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা চিনি বোঝাই অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভুট্টা বোঝাই ট্রাকের চালক শাহিন হোসেন মারা যান।

তিনি বলেন, এ সময় একই ট্রাকের হেলপারসহ আরও দুইজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং মরদেহটি বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর