thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

হেফাজতের কেন্দ্রীয় সহকারি মহাসচিব আতাউল্লাহ আমীন গ্রেপ্তার

২০২১ এপ্রিল ২১ ১০:২১:২০
হেফাজতের কেন্দ্রীয় সহকারি মহাসচিব আতাউল্লাহ আমীন গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২১ এপ্রিল) আতাউল্লাহ আমীনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে কোন মামলায় হেফাজতের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি র‌্যাবের এ কর্মকর্তা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, হেফাজত নেতা আতাউল্লাহ আমীনের বিরুদ্ধে ২০১৩ সালের মামলা রয়েছে।

মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, গভীর রাতে ডিবি পরিচয় দিয়ে মাওলানা আতাউল্লাহ আমীনকে নিয়ে যাওয়া হয়েছে। গত প্রায় দুই সপ্তাহ ধরে জামিয়া রাহমানিয়া মাদরাসায় অবস্থান করছিলেন তিনি।

এ নিয়ে হেফাজতের অন্তত দশজন কেন্দ্রীয় নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মঙ্গলবার হেফাজতের সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার হন হেফাজতে ইসলামের আলোচিত-সমালোচিত যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।

উল্লেখ্য, সরকারের সঙ্গে সমঝোতা চেষ্টার অংশ হিসেবে হেফাজতের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরদিন আতাউল্লাহ আমীনসহ দুই নেতাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর