thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

সুপার লিগ ছাড়ল ইংলিশ সব দল

২০২১ এপ্রিল ২১ ১০:২৫:৪৫
সুপার লিগ ছাড়ল ইংলিশ সব দল

দ্য রিপোর্ট ডেস্ক: শুরুর আগেই ভেঙে পড়ার মুখে ইউরোপিয়ান সুপার লিগ। গুঞ্জন শোনা যাচ্ছে অনেকের ব্যাপারেই। কিন্তু এখন পর্যন্ত ইউরোপিয়ান সুপার লিগকে বিদায় কেবল ম্যানচেস্টার সিটিই জানিয়েছিল। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে আর্সেনাল। তবে ক্লাবটি শুধুমাত্র বিদায়ের ঘোষণা দিয়েই ক্ষান্ত হয়নি, ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে রীতিমতো ক্ষমাও চেয়ে নিয়েছে ভক্তসমর্থকদের কাছ থেকে।

সেখানে বলা হয়েছে, ‘এত বড় অশান্তি তৈরি করাটা কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। যদিও প্রথম যখন সুপার লিগের ধারণাটা সামনে এল, তখন কোনো কিছুরই নিশ্চয়তা ছিল না। আমরা নিজেদেরকে পেছনে ফেলতে চাইনি, আমরা আর্সেনাল ও এর ভবিষ্যতকে নিশ্চিত করতে চেয়েছিলাম।’

তাদের এ বেরিয়ে আসার পেছনে যে সমর্থকদেরও একটা বড় প্রভাব ছিল, বিষয়টাকেও তুলে ধরতে পিছপা হয়নি আর্সেনাল। শেষমেশ তাদের কাছে ‘ক্ষমাও’ চেয়েছে ক্লাবটি, ‘শেষ কিছু দিনে আপনাদের এবং বৃহত্তর ফুটবল সমাজের কথা শুনেছি আমরা। আমরা সুপার লিগ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি। আমরা একটা ভুল করেছি। আর আমরা এর জন্য ক্ষমা চাইছি।’

এদিকে লিভারপুলও একই সময়ে বিদায়ের ঘোষণা দিয়েছে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লাবটি বলেছে, ‘লিভারপুল ফুটবল ক্লাব নিশ্চিত করছে যে, ইউরোপিয়ান সুপার লিগ গঠন করার প্রস্তাবনা থেকে আমাদের ক্লাব নিজেদের সরিয়ে নিয়েছে।’

লিভারপুলের কিছু সময় পর প্রিমিয়ার লিগের আরও দুই দল বিদায় জানিয়েছে সুপার লিগকে। ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহ্যাম হটস্পার পৃথক পৃথক বিবৃতিতে সুপার লিগ থেকে সরে আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

একেবারে শুরুতে গুঞ্জন ছড়ালেও, চেলসি সুপার লিগ ছাড়ার ঘোষণা দিল সবার পরে এসে। তবে এর ফলে আর কোনো ইংলিশ দলই রইল না লিগটিতে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর