thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট

২০২১ এপ্রিল ২২ ১০:৩৯:২৪
পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। বুধবার রাত থেকেই প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। এ দফায় ভোটার সংখ্যা ১ কোটির বেশি। ভোট হবে উত্তর দিনাজপুর, নদিয়া, পূর্ব বর্ধমান’সহ ৪ জেলার ৪৩টি আসনে।

এরমধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী বাগগা, বনগাঁ, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলো এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। এসব আসনে নির্বাচনী প্রচারণার মূল ইস্যুই ছিলো অনুপ্রবেশ ও নাগরিকত্ব আইন।

এ দফায় লড়বেন বেশ কয়েকজন তারকা প্রার্থী। এরমধ্যে অন্যতম বিজেপি’র মুকুল রায়, রাহুল সিনহা, তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখার্জি এবং পরিচালক রাজ চক্রবর্তী। আট দফার নির্বাচন শেষে, একযোগে ফল প্রকাশিত হবে ২ মে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর