thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আজ থেকে সীমিত পরিসরে খুলছে আর্থিক প্রতিষ্ঠান

২০২১ এপ্রিল ২২ ১০:৪০:১৭
আজ থেকে সীমিত পরিসরে খুলছে আর্থিক প্রতিষ্ঠান

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলমান লকডাউনে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক সার্কুলার জারি হয়।

তাতে বলা হয়, বৃহস্পতিবার থেকে আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুটি শাখা (একটি ঢাকায়, আরেকটি বাইরের) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য চালু থাকবে।

এতে আরও বলা হয়, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে গ্রাহকদের জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গ্রাহকরা এখন মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত ভাঙানো ও ঋণের কিস্তি জমা দেওয়াসহ জরুরি আর্থিক সেবাগুলো নিতে পারবে।

কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকে দুই দফা মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেওয়া হয়েছে।

লকডাউনের শুরু থেকেই সীমিত আকারে ব্যাংক ও পুঁজিবাজার চালু রয়েছে। এখন আর্থিক প্রতিষ্ঠানও খুলে দেওয়া হলো।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর