thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

শান্ত-মুমিনুলের ব্যাটে দ্বিতীয় দিন শুরু

২০২১ এপ্রিল ২২ ১০:৪৬:৪৩
শান্ত-মুমিনুলের ব্যাটে দ্বিতীয় দিন শুরু

দ্য রিপোর্ট ডেস্ক: পাল্লেকেলে টেস্টের প্রথম দিনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। তামিম ইকবাল ও মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে সেশন ধরে ধরে অসাধারণ একটা ইনিংসও খেলেছেন নাজমুল হোসেন শান্ত।

তামিম ইকবাল পৌঁছে গিয়েছিলেন শতকের অনেক কাছে। যদিও ব্যক্তিগত ৯০ রানের মাথায় বিশ্ব ফার্নান্দোর বলে আত্নহুতি দেন স্লিপে ক্যাচ দিয়ে।

প্রথম দিনের শুরুতে ওপেনার সাইফ হাসান কোনো রান না করে ফিরলেও বাকি দিনে আর বাজে পরিস্থিতি দেখতে হয়নি বাংলাদেশকে।

নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। মুমিনুলও এগোচ্ছেন শতকের পথেই। দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে ২ উইকেটে ৩০২ রান।

আজ বৃহস্পতিবার পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শুরু করছেন ১২৬ রানে শান্ত আর ৬৪ রান করা মুমিনুল।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর