thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

সড়ক দুর্ঘটনায় আহত নোবেল

২০২১ এপ্রিল ২৩ ১৫:৩৪:২৩
সড়ক দুর্ঘটনায় আহত নোবেল

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের একটি টেলিভিশনের রিয়েলিটি শো থেকে আলোচনায় আসেন বাংলাদেশের তরুণ শিল্পী মাঈনুল আহসান নোবেল।

সেই নোবেল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেলা সাড়ে এগারোটার দিকে নোবেল নিজেই বিষয়টি জানান।

তিনি লেখেন, এক বয়স্ক লোক অসতর্ক ভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০ টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারন লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।

এর আগে মধ্য রাতে নিজের ফেসবুকে একটি সেলফি প্রকাশ করেন নোবেল। ছবিতে নোবেলের গায়ে রোগীদের পোশাক দেখা যাচ্ছে।

এক চোখ পুরোটা ব্যান্ডেজ করা। হাতে রয়েছে টাকার বান্ডেল। ছবির ক্যাপশনে নোবেল লেখেন, আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছেন। রাস্তাটির জন্য দোয়া করবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর