thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

একদিনের ব্যবধানে তামিমকে পেছনে ফেলেছেন মুশফিক

২০২১ এপ্রিল ২৩ ১৫:৩৫:৩৩
একদিনের ব্যবধানে তামিমকে পেছনে ফেলেছেন মুশফিক

দ্য রিপোর্ট ডেস্ক: পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা চলছে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের। দুজনেই দেশের সেরা ব্যাটসম্যান, তাই দুজনের প্রতিযোগিতা হওয়াটাও স্বাভাবিক।

এই টেস্ট শুরুর আগে ৪ হাজার ৫৩৭ রান নিয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিক। এরপরেই ৪ হাজার ৫০৮ রান নিয়ে দুইয়ে ছিলেন তামিম।

তবে পাল্লেকেলেতে টেস্টের প্রথম দিন ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে তামিম পেছনে ফেলেন মুশফিকুর রহিমকে। বুধবার তামিম থামেন ৪ হাজার ৫৯৮ রানে।

তামিমের পেছনে পড়ার একদিন পরেই আবার নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন মুশফিক। তৃতীয় দিনের প্রথম সেশনে ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক (৬৮*) পূর্ণ করে পেছনে ফেলেন তামিমকে। টেস্টে মুশফিকের মোট রান এখন ৪ হাজার ৬০৫ রান।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর