thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

২০২১ এপ্রিল ২৪ ১২:৪১:৪২
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৯.৫৪ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বমোট ৫৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৭ দশমিক ৯৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১৭ লাখ ৭৪ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৮৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩৯ লাখ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্সিং, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/২৪ এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর