thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সূচক ও লেনদেনের বড় উত্থানে সপ্তাহ শুরু 

২০২১ এপ্রিল ২৫ ১৩:৪৩:০৩
সূচক ও লেনদেনের বড় উত্থানে সপ্তাহ শুরু 

দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচক ও লেনদেনের বড় উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারের লেনদেন। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল ৮৮৩ কোটি ২৯ লাখটাকার শেয়ার ও ইউনিট। আজ লেনদেন হয়েছেএক হাজার ১৮৮ কোটি ৩৯ লাখটাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে৩০৫ কোটি ১০ লাখটাকার শেয়ার ও ইউনিট বেশি লেনদেন হয়েছে।

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স৬৩পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯৮পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে১২৫৫এবং ১১১৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া৩৫৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে২০১টির, কমেছে৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে৭৮টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই১৮৪পয়েন্ট বেড়ে অবস্থান করছে১৫ হাজার ৯০৮ পয়েন্টে ।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে১০৭টির, দর কমেছে৬১টির এবং অপরিবর্তিত রয়েছে৩৭টির।

দ্য রিপোর্ট/এএস/২৫ এপ্রিল ২০২১

দ্য রিপোর্ট/এএস/২২ এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর