thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আইসিবির আর্থিক প্রতিবেদন প্রকাশ 

২০২১ এপ্রিল ২৬ ১১:১৯:১৯
আইসিবির আর্থিক প্রতিবেদন প্রকাশ 

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছেপুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)।আইসিবি সূত্রে এই তথ্য জানা গেছে ।

রোববার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আইসিবির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৫৯ পয়সা লোকসান ছিল।

হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আইসিবির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২৭ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে আইসিবির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৪ টাকা ৮৬ পয়সা।

দ্য রিপোর্ট/এএস/২৬ এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর