thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

শর্তসাপেক্ষে আলোচনায় রাজি সিরিয়ার বিরোধীরা

২০১৩ নভেম্বর ১১ ১৩:০৬:৩৯
শর্তসাপেক্ষে আলোচনায় রাজি সিরিয়ার বিরোধীরা

দিরিপোর্ট২৪ ডেস্ক : জেনেভায় আন্তর্জাতিক শান্তি আলোচনায় অংশ নিতে রাজি হয়েছে সিরিয়ার রাজনৈতিক বিরোধীরা। তবে এর জন্য আসাদ সরকারকে কিছু শর্ত জুড়ে দিয়েছে তারা। খবর আল-জাজিরার।

সিরিয়ায় বাসার আল আসাদের বিরোধী সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) পক্ষ থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দুইদিনের আলোচনা শেষে এসএনসি জেনেভা-২ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে এ বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, একটি অন্তর্বর্তীকালিন সরকার গঠনের মাধ্যমে সিরিয়ার আড়াই বছরের গৃহযুদ্ধ বন্ধে উল্লেখ্য শর্তগুলো অবশ্যই আলোচনা শুরুর আগেই পূরণ করতে হবে।

এসএনসির দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে, দেশটির অবরুদ্ধ এলাকায় ত্রাণ সংস্থাগুলোকে প্রবেশের নিশ্চয়তা প্রদান, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং আলোচনার ফলাফল হতে হবে রাজনৈতিক পরিরর্তন।

বিবৃতিতে বিরোধীরা যুদ্ধ বন্ধ, প্রধান প্রধান শহর থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রত্যাহার, এবং জরুরিভিত্তিতে মানবিক সহয়তা প্রদানের বিষয়ে আলোচনা শুরু করতেও সরকারের প্রতি আহবান জানিয়েছে।

এতে আরো বলা হয়, কিছু বিদ্রোহী যোদ্ধাদের বিরোধিতার ভিত্তিতে সিরিয়ার ভেতরের ও বাইরের বিদ্রোহীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে একটি কমিটি গঠন করা হয়েছে। এ আলোচনার মাধ্যমে বিদ্রোহীদের কাছে জেনেভা-২ সম্মেলন নিয়ে এসএনসির অবস্থান পরিস্কার করা হবে।

জেনেভা সম্মেলনে বিষয়ে এসএনসির সদস্য আদিব শিশাকলি জানিয়েছেন, তারা আশা করেন আসদের বিদায়ের মধ্যে দিয়েই আলোচনা শেষ হবে।

এর আগে রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলো সিরিয়া সংকট সমাধানে সরকার ও বি্দ্রোহীদের মধ্যে রাজনৈতিক আলোচনা শুরু করতে চাপ প্রয়োগ করে আসছিল।

প্রসঙ্গত সিরিয়ায় আসাদ সরকার ও বিদ্রোহীদের মধ্যে ২০১১ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর‌্যন্ত এক লাখ ১৫ হাজার লোক মারা গেছে।

(দিরিপোর্ট২৪/এআইএম/জেএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর