thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

কনডম টেস্ট করবেন রাকুল প্রীত!

২০২১ এপ্রিল ২৭ ১৬:১৯:৫৪
কনডম টেস্ট করবেন রাকুল প্রীত!

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। মূলত দক্ষিণী সিনেমা দিয়েই তার উত্থান। তবে হিন্দি সিনেমায় কাজ করেও সাফল্য পেয়েছেন এই সুদর্শনা, আবেদনময়ী অভিনেত্রী।

এবার রাকুল প্রীত সিংকে দেখা যাবে একেবারে ব্যতিক্রম একটি চরিত্রে। যেটা একজন কনডম টেস্টারের। সিনেমাটি প্রযোজনা করছেন রনি স্কুওয়ালা। ইতোমধ্যে রাকুলের সঙ্গে সবকিছু চূড়ান্ত করে ফেলেছেন প্রযোজক।

প্রতিটি কনডম কোম্পানি তাদের পণ্য বাজারে ছাড়ার আগে একটা পরীক্ষামূলক প্রয়োগ করে থাকে। সেজন্য তাদের নির্দিষ্ট ছেলে-মেয়ে থাকে। তরুণ বয়সী সেসব ছেলে-মেয়েকে দিয়েই পরীক্ষা করানো হয়, তাদের কনডম কতক্ষণ টিকতে পারে কিংবা এর উপযোগিতা কেমন।

সেই কনডম টেস্টারের ভূমিকাতেই থাকছেন রাকুল প্রীত। খবরটি প্রকাশ্যে আসার পরই নানারকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন তার ভক্তরা। কেউ কেউ বাহবা দিচ্ছেন এমন সাহসী ও ব্যতিক্রমী চরিত্রের জন্য, আবার কেউ কেউ সমালোচনাও করছেন।

ভারতে বর্তমানে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। জানা গেছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সিনেমাটির কাজ শুরু হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর