thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

আর নির্মাণ-অভিনয়ে ফিরতে চান না কাজী হায়াৎ

২০২১ এপ্রিল ২৭ ১৯:২০:৫০
আর নির্মাণ-অভিনয়ে ফিরতে চান না কাজী হায়াৎ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ গত মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর ১৩ দিন হাসপাতালে ভর্তি থাকেন, এমনকি আইসিইউতেও নিতে হয়। পরে করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন। বাসায় ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ নন কাজী হায়াৎ। শ্বাসকষ্ট ও দুর্বলতা রয়েছে এই নির্মাতার।

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে কাজী হায়াৎ বলেন, `শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো। সম্প্রতি বেশকিছু রক্তের পরীক্ষা করেছি, সবকিছু স্বাভাবিক রয়েছে। কয়েকদিনের মধ্যে চেকআপের জন্য হার্টের চিকিৎসকের কাছে যাবো।`

সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন জানিয়ে এই নির্মাতা বলেন, `এই বয়সে আর কী কাজ! অনেক কাজ করেছি। এখন আর কিছুদিন বেঁচে থাকা, এইতো। ৭৫ বয়স হয়ে গেছে, আর কী কত করবো? জীবনের শেষার্ধে এসে আমি এখন ক্লান্ত, পরিশ্রান্ত; একেবারে পাহাড়ের চূড়ায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে ঝাঁপ দিলেও চলে যাবো অতল গহ্বরে।`

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি `বীর`। শাকিব খান অভিনীত `বীর` তার পরিচালিত পঞ্চাশ তম সিনেমা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর