thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সূচক ও লেনদেনে উত্থান

২০২১ এপ্রিল ২৮ ১৩:৫৭:১৩
সূচক ও লেনদেনে উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক:বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।পাশাপাশি বেড়েছে লেনদেনও । চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল৮২৪ কোটি ৩৬লাখ টাকার শেয়ার ও ইউনিট। আজ লেনদেন হয়েছে৯৩৮কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে ১১৩ কোটি ৭৬লাখ টাকার শেয়ার ও ইউনিট বেশি লেনদেন হয়েছে।

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে৫ হাজার ৪৬১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১২৪৯ এবং ২১১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫০ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭০ টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭পয়েন্ট কমে অবস্থান করছে১৫ হাজার ৬৭০ পয়েন্টে ।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া২৩৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে৪৯ টির, দর কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে৪৩ টির।

দ্য রিপোর্ট/এএস/২৮ এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর