thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ড্র নয় টেস্ট জয়ের জন্য খেলতে হবে: বাংলাদেশ কোচ

২০২১ এপ্রিল ২৮ ২০:২১:০৩
ড্র নয় টেস্ট জয়ের জন্য খেলতে হবে: বাংলাদেশ কোচ

দ্য রিপোর্ট ডেস্ক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফরে হতাশ করার পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্রয়ে কিছুটা স্বস্তি আসেছিল। তবে ড্র করেই সন্তুষ্ট থাকতে চান না বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। এমন মানসিকতার বদল চাইছেন তিনি।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিকার। তার আগে বুধবার ম্যাচ সংবাদ সম্মেলনে এসব জানালেন ডমিঙ্গো।

তিনি বলেন, ‘একটি ড্র টেস্টকে যখন বিশাল সাফল্য হিসেবে দেখা হয়, এটা সত্যিই হতাশার। এটাও ঠিক আমরা টেস্ট হারতে চাই না। কিন্তু এই মানসিকতার বদল আনতে হবে। আমাদের টেস্ট জয়ের জন্য খেলতে হবে।’

২০১৯ সালের বিশ্বকাপের পর টাইগারদের প্রধন কোচ হিসেবে দায়িত্ব পার দক্ষিণ আফ্রিকার এই কোচ। তার অধীনে সাদা পোশাকে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বিপক্ষেই হারতে হয়েছে বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে জয় সব শেষ শ্রীলঙ্কার বিপক্ষে ড্রই তার সাফল্য।

রাসেল ডমিঙ্গো বলেন ‘দেখুন আমি ৭-৮ টা টেস্ট পেয়েছি। আমার মনে হয় এখন দলের সবাইকে বুঝতে পারছি, দলের সংস্কৃতিটা বুঝতে পারছি। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, টেস্টে ভালো করার মানসিকতাটা কীভাবে বাড়াতে হবে-এসব বিষয় নিয়ে ভাবছি। মানসিকতা বদলের মাধ্যমে আমরা উন্নতিটা করতে চাই। যখন আমরা টেস্ট জেতা শুরু করবো, তখন এটার বদল হবে। আমি নিশ্চিত করতে চাই দল যেন সামনে এগিয়ে যায়।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর