thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ঈদের যে ক`টি কাজের প্রস্তাব পেয়েছিলাম, ফিরিয়ে দিয়েছি: তাহসান

২০২১ এপ্রিল ২৯ ১৬:০৫:৫১
ঈদের যে ক`টি কাজের প্রস্তাব পেয়েছিলাম, ফিরিয়ে দিয়েছি: তাহসান

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। প্রতিবারের ঈদে কোন না কোন আয়োজন থাকেই তার। হয় নাটক অথবা গানের ভিডিও। তবে এবারের ঈদ আয়োজনে তেমন কিছুই থাকছেনা বলে জানালেন তাহসান।

ঈদের পরিকল্পনা নিয়ে তাহসান বলেন, `এই সময়ে গান ও অভিনয় নিয়ে একদমই ভাবছি না। ঈদের যে ক`টি কাজের প্রস্তাব পেয়েছিলাম, সবগুলোই ফিরিয়ে দিয়েছি। আগে যেসব নাটক বা টেলিছবির কাজ করেছি, সেগুলোর মধ্যে থেকে যদি কোনোটা ঈদে প্রচার হয়; আর তা না হলে, ঈদের টিভি অনুষ্ঠানে আমাকে দেখা যাবে না।`

তাহসান আরও বলেন, `ঈদে মনে হয় না নতুন কোনো গান প্রকাশ করা হবে। ইচ্ছে ছিল আমার "সেই তুমি" গানের ভিডিও প্রকাশ করার। কিন্তু লকডাউনের কারণে শুটিং করতে পারিনি।`

সম্প্রতি জাপান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে তার নতুন গান `বন্ধুত্বের পতাকা`। জাপানের সঙ্গে বাংলাদেশের যে বহু বছরের বন্ধুত্বপর্ণ সম্পর্ক, তা দৃঢ় হোক- এই প্রত্যয় নিয়েই গানটি তৈরি করেছেন এই শিল্পী।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর