thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

পার্সি জেতালেন ম্যানইউকে

২০১৩ নভেম্বর ১১ ১৩:১৭:২২
পার্সি জেতালেন ম্যানইউকে

দিরিপোর্ট২৪ ডেস্ক : পয়েন্ট টেবিলে নড়বড়ে অবস্থায় থাকলেও টানা জয়ে তা কাটিয়ে উঠছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমাবার আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে জিতে টানা নয় ম্যাচে জয় পেয়েছে ডেভিড মোয়েসের দল।

গানার্সদের বিপক্ষে জয়ে অবদান রেখেছেন রবিন ফন পার্সি। এর আগেও আর্সেনালের বিপক্ষে গোল পেয়েছেন ডাচ তারকা। সাবেক ক্লাবের বিপক্ষে এবারও জালের ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি।

ওল্ড ট্যাফোর্ডে ২৭ মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। ওয়েন রুনির কর্নার কিক থেকে মাথার স্পর্শে গোল করেন পার্সি। শেষপর‌্যন্ত ওই গোলই জয় নির্ধারণ করে দেয়। বিরতির পর ব্যবধানে আর কোন হেরফের হয়নি।

দ্বিতীয়ার্ধে সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি শীর্ষ দল আর্সেনাল। হারলেও পয়েন্ট টেবিলের এক নাম্বারে আছে দলটি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। আর ৫ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

(দিরিপোর্ট২৪/সিজি/এমআই/এমএআর/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর