thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ইতিবাচক সপ্তাহ পার করলো ডিএসই

২০২১ মে ০১ ১২:৪৫:০৫
ইতিবাচক সপ্তাহ পার করলো ডিএসই

দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন বেড়েছে ২৪.৯৪ শতাংশ। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ৫১ শতাংশ।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে।ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৩ দশমিক ৩৬ পয়েন্ট থেকে বেড়ে ২ হাজার ১১০ দশমিক ৯১ পয়েন্টে এবং শরীয়াহ সূচক বেড়েছে ১২.৪৩ পয়েন্ট।

আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকার।আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৩২২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৬২ কোটি ৩২ লাখ ২৯ হাজার টাকার বা ২৪.৯৪ শতাংশ লেনদেন বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩৯৫ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টাকা বা দশমিক ৫১ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৭০ হাজার ৭১২ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার টাকায়।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৪৫টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

দ্য রিপোর্ট/এএস/১লা মে ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর