thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

৪৯৩ রানে লঙ্কানদের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ

২০২১ মে ০১ ১২:৫৭:৫৯
৪৯৩ রানে লঙ্কানদের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলায় দ্রুত কিছু রান তুলে ইনিংস ঘোষণা করল শ্রীলিঙ্কা ক্রিকেট দল। ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ৪৯৩ রান। ফলে নিজেদের প্রথম ইনিংসে কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে নামবে টাইগাররা।

২৯১ রানে প্রথমদিন শেষ করা লঙ্কানরা দ্বিতীয়দিনের খেলায় শুক্রবার ফের ব্যাট করতে নামেন। এদিন অনেকটা ধীর গতিতে ব্যাট করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে এবং ওসাদা ফার্নান্দো। ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ করেন ফার্নান্দো।

অন্যদিকে ১৪০ রান তুলে তাসকিন আহমেদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেন থিরিমান্নে। পরের উইকেটে ব্যাট করতে আসা ম্যাথিউসকে আধিপত্য বিস্তার করতে দেননি তাসকিন। ফেরান মাত্র ৫ রানে। তাসকিনের পর বল হাতে সফল তাইজুল ইসলামও। ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেনি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা। এই লঙ্কান ব্যাটসম্যান আউট হয়েছেন মাত্র ২ রানে।

৩২৮ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট জুটিতে ৫০ রান তুলেন ওসাদা ফার্নান্দো ও পাথুম নিশানকা। ৮৪ বলে ৩০ রান করে তাসকিনের বলে বোল্ড হন নিশানকা। এরপর তাইজেুলের বলে আউট হওয়ার পূর্বে করেন ৮১ রান করে।

সপ্তম উইকেট জুটিতে ক্রিজে খুঁটি গাড়েন দুই লঙ্কান ব্যাটসম্যান নিরোশান দিকভেলা এবং রমেস মেন্ডিস। দুজন মিলে গড়েন অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি। দিকভেলা ফিফটি করার পর অপরাজিত রয়েছেন ৬৪ রানে। মেন্ডিস অপরাজিত ছিলেন ২২ রানে।

এর আগে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দেখে-শুনে খেলতে থাকেন লঙ্কান দুই ওপেনার। মাটি কামড়ে ব্যাট করতে থাকায় উইকেটের দেখা পাচ্ছিল না সফরকারীরা।

করুনারত্নে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। এটি তার ক্যারিয়ারের ১২তম শত রানের ইনিংস। অন্যদিকে সেঞ্চুরি পূর্ণ করেছেন আরেক ওপেনার লাহিরু থিরিমিান্নে। দুজনের ওপেনিং জুটি থেমেছে ২০৯ রানে।

অভিষিক্ত পেসার শরিফুল ইসলামের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন করুনারত্নে। ১৯০ বলে ১১৮ রানে আউট হন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর