thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খালেদা জিয়ার বাসভবনের সব কর্মী করোনামুক্ত

২০২১ মে ০১ ১৩:০৯:৩৭
খালেদা জিয়ার বাসভবনের সব কর্মী করোনামুক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ যে সকল কর্মীরা করোনাভাইরাসে সংক্রামিত হয়েছিলেন তারা সকলেই এখন করোনামুক্ত হয়েছেন। এদিকে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ম্যাডামের ব্যক্তিগত গাড়িচালক জালাল, ব্যক্তিগত পরিচারিকা ফাতেমা ও রূপাসহ মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা সকলেই আজ করোনামুক্ত হয়েছেন।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। পরদিন গণমাধ্যমকে জানানো হয় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় আরও আটজন করোনায় আক্রান্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর