thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নন্দীগ্রামে হেরে গেলে কি মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা?

২০২১ মে ০২ ১৬:০৮:৪৯
নন্দীগ্রামে হেরে গেলে কি মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা?

দ্য রিপোর্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূলের জয়জয়কার। নিজ দলের প্রার্থীদের জয়ের খবর পেলেও নিজ আসন নন্দীগ্রামে সকাল থেকেই পিছিয়ে ছিলেন মমতা।

কয়েক রাউন্ডের ভোট গণনা শেষে মমতার পিছিয়ে পড়ার খবর ছড়িয়ে পড়তে যে আলোচনাটা শুরু হয়েছে, তা হলো পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। তবে তৃণমূল কংগ্রেসের মধ্যে এই প্রশ্নে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই।

তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জীই। নির্বাচনে হেরে গেলেও মমতার মুখ্যমন্ত্রী হতে কোনো সাংবিধানিক বাধা নেই।

তবে ভারতীয় নিয়ম হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নবনির্বাচিত বিধায়কেরা তাদের পরিষদীয় নেতা নির্বাচিত করবেন। সেই পরিষদীয় নেতা বিধায়ক না হলেও কোনো অসুবিধা নেই।

তবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার ছয় মাসের মধ্যে তাকে কোনো একটি বিধানসভা কেন্দ্র বা বিধানপরিষদ থেকে নির্বাচিত হতে হবে। পশ্চিমবঙ্গে বিধানপরিষদ ব্যবস্থা নেই। এখানে বিধানসভায় নির্বাচিত হয়ে আসতে হবে।

সুতরাং কোনো একটি আসনে উপনির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গের মসনদে আসীন হতে পারবেন মমতা ব্যানার্জী।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর