thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চা বিরতির আগে বাংলাদেশের তিন উইকেটের পতন

২০২১ মে ০২ ১৬:১২:২৩
চা বিরতির আগে বাংলাদেশের তিন উইকেটের পতন

দ্য রিপোর্ট ডেস্ক: সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের সামনে ৪৩৭ রানের বড় লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে দ্রুত রান তুলতে গিয়ে ফিরে গেছেন তামিম ইকবাল, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত।

রোববার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিনে চা বিরতির আগ পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেটে ১১২ রান তুলেছে বাংলাদেশ।

৩৩ বলে ২৭ রান করে ক্রিজে আছেন মুমিনুল হক। তার সঙ্গে যোগ দিয়ে ৭ বলে ১ রান ‍তুলেছেন মুশফিকুর রহিম।

এদিন ২৬ বলে ২৪ রান করা তামিমকে ফিরিয়েছেন রমেশ মেন্ডিস। অন্যদিকে ৪৬ বলে ৩৪ করা সাইফ ও ৪৪ বলে ২৬ রান তোলা শান্তকে বিদায় করেন প্রথম ইনিংসে ছয় উইকেট তোলা প্রবীণ জয়াবিক্রমা।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।

স্বাগতিকদের হয়ে ৭৮ বলে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে।

বাংলাদেশের পক্ষে ১৯.২ ওভারে ৭২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর