thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সূচক কমলো, কমলো লেনদেনও 

২০২১ মে ০৩ ১৩:৪০:০৫
সূচক কমলো, কমলো লেনদেনও 

দ্য রিপোর্ট প্রতিবেদক:গত তিন মাসে সর্বোচ্চ লেনদেন হওয়ার পরদিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকের সামান্য পতন হয়েছে।পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।অধিকাংশ তালিকাভূক্ত কোম্পানির শেয়ারের দরও এদিন কমেছে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিলএক হাজার ৪০৬ কোটি ৯৬ টাকার। আজ লেনদেন হয়েছেএক হাজার ১৫৯ কোটি ৮৩লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে ২৪৭ কোটি ১৩ লাখটাকার শেয়ার ও ইউনিট বেশি লেনদেন হয়েছে।

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১২৪৮ এবং ২১১৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া৩৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে১০৫ টির, কমেছে১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই১৯পয়েন্ট কমে সূচকটি অবস্থান করছে১৫ হাজার ৯৫৩ পয়েন্টে

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে৮৯টির, দর কমেছে১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে৪৮টির।

দ্য রিপোর্ট/এএস/৩মে ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর