thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নির্বাচনে প্রার্থী না হয়েও `অপরাজিত` তারা

২০২১ মে ০৩ ১৫:৩৮:৫২
নির্বাচনে প্রার্থী না হয়েও `অপরাজিত` তারা

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের নিয়ে নতুন কৌশল অবলম্বন করেছিলেন তৃণমূল ও বিজেপি। সব মিলিয়ে ধারণা করা হচ্ছিল এবার হয়তো লড়াই টা হবে তুমুল। তবে ফলাফল প্রকাশ হতেই যেন চিত্রটা পালটে গেল। বিপুল ব্যবধানে জয় লাভ করল মমতা ব্যানার্জির তৃণমূল। তবে মমতার এই জয়ের পেছনে প্রার্থী না হয়েও বড় এক ভূমিকা রেখেছেন তিন তারকা। সেই তিন সৈনিক হচ্ছেন চিত্রতারকা ও সাংসদ মিমি চক্রবর্তী, দেব ও নুসরাত জাহান।

গতকাল তৃণমূল কংগ্রেস ২০০ আসন নিশ্চিত করা মাত্রই টুইট করেন মিমি চক্রবর্তী। লেখেন, `অপরাজিত`।

ভোটের ফলে মিমি, দেব ও নুসরাত খুবই খুশি। পরিশ্রমের ফল মিলেছে, স্বাভাবিকভাবেই একটা তৃপ্তি কাজ করেছে তিন তারকার মধ্যে। মিমি চক্রবর্তী জয়ের পর উচ্ছসিত হয়ে এক সাক্ষাৎকারে বলেন, `বাংলা আজ যা করে, ভারত আগামী কাল তা ভাবে। এই প্রবাদই আবার সত্যি করে দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।`

বিধানসভা নির্বাচনের প্রচার পরিকল্পনায় প্রথম দিনেই বড় দায়িত্ব দেওয়া হয় দলের তিন তারকা দেব, মিমি ও নুসরাতকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, `দেব, মিমি, নুসরাতকে বেশি করে সময় দিতে হবে।` তিন জনেই তাঁদের শুটিংয়ের কাজ সেরে মন দেন প্রচারের কাজে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর