thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

পুঁজিবাজারে নতুন দুই কোম্পানি

২০২১ মে ০৪ ১২:৩১:০৩
পুঁজিবাজারে নতুন দুই কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমেদুই বীমা কোম্পানি-সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে আসার আগ্রহ দেখিয়েছে । এরই মধ্যে কোম্পানি দুটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) তালিকাভূক্তির আবেদন জমা দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে চায়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা।

আইপিওর মাধ্যমেচার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি সংগ্রহ করতে চায় ১৫ কোটি টাকা।কোম্পানির বর্তমান অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা।পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও এবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/৪ মে ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর