thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিজয়ের আনন্দ ম্লান হয়ে গেল সোহমের

২০২১ মে ০৪ ১৪:১০:৩০
বিজয়ের আনন্দ ম্লান হয়ে গেল সোহমের

দ্য রিপোর্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হয়ে প্রথম জয় পেলেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। রোববার (০৩ মে) নির্বাচনের ফল ঘোষণার পর বাধ ভাঙা আনন্দে ভাসছিলেন এই অভিনেতা। কিন্তু এই দিনেই একটা খবর ম্লান করে দিল তার সকল বজয়ানন্দ। অস্বাভাবিক মৃত্যুতে মারা গেছেন সোহমের শ্যালিকা পারমিতা নাথ (৩৫)।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, রোববার কেষ্টপুরের এএইচ ব্লকের অভিজাত ফ্ল্যাট থেকে পারমিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বোনের মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গে কেষ্টপুরে ছুটে গেছেন সোহমের স্ত্রী তনয়া পাল। এই ঘটনায় পারমিতা নাথের স্বামী রুদ্রপ্রসাদ ও শাশুড়ি বাসন্তী নাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। দু`জনের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছেন সোহমপত্নী।

তনয়ার অভিযোগ, পারমিতাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। ডিভোর্সের জন্যও চাপ দেওয়া হচ্ছিল। তবে প্রাথমিকভাবে পুলিশও মানসিক অবসাদেই পারমিতা আত্মহত্যা করেছেন বলে ধরনা করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর