thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

এবার যমজ-১৪ চার চরিত্রে মোশাররফ করিম!

২০২১ মে ০৮ ২১:১৬:১৫
এবার যমজ-১৪ চার চরিত্রে মোশাররফ করিম!

দ্য রিপোর্ট প্রতিবেদক: মোশাররফ করিম অভিনীত আলোচিত নাটক ‘যমজ’। এর মাধ্যমে প্রথমবার নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে প্রচার হয়েছে নাটকটির ১৩টি সিক্যুয়াল। এবার ঈদে প্রচার হবে ‘যমজ-১৪’।

এবার চার চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। সবশেষ পর্বে তিনটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এমনটাই জানিয়েছেন নাটকটির নির্মাতা আজাদ কালাম। ‘যমজ-১৪’ রচনা করেছেন কচি খন্দকার। লকডাউনের আগে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়।

‘যমজ-১৪’ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘যমজ’ নাটকের জন্য আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। ইচ্ছা থাকা সত্ত্বেও গত ঈদে নাটকটি নির্মাণ সম্ভব হয়নি। তবে এবারের ঈদে দর্শকরা ‘যমজ’ দেখতে পাবেন।

এবার মোশাররফ করিমের বিপরীতে থাকবেন অভিনেত্রী সারিকা। এতে জবা চরিত্রে দেখা যাবে তাকে। ঈদের চতুর্থদিন রাত ৮টা ৩০ মিনিটে আরটিভি প্রচার হবে নাটকটি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর