thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

সঞ্জয় সমদ্দারের ঈদ চমক তাহসান

২০২১ মে ১০ ১০:২৩:২১
সঞ্জয় সমদ্দারের ঈদ চমক তাহসান

দ্য রিপোর্ট ডেস্ক: সাধারণ গল্পকে অসাধারণ করে ফুটিয়ে তুলে নিজস্ব ধারায় নির্মাণ স্বকীয়তার কারণে অল্প সময়েই খ্যাতি পেয়েছেন সময়ের আলোচিত নির্মাতা সঞ্জয় সমদ্দার। আসছে ঈদে বিশেষ চমক নিয়ে আসছেন বলে জানালেন তিনি।

নির্মাণ করেছেন বিশেষ টেলিছবি ‘অন্ধ’। স্বরূপ চন্দ্র দে’র কথায় এর চিত্রনাট্য করেছেন ইশতিয়াক অয়ন। আর এতে গল্পের মূল নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। এখানে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্র ও বেশে হাজির হবেন এ নায়ক, যাকে এমন চরিত্রে কখনও দেখা যায় নি। তার সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ।

নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, আমি সবসময় নিজস্ব স্টাইলে গল্প বলতে পছন্দ করি। এখানে তাহসানকে ভাইকে চেষ্টা করেছি একদমই নতুনভাবে উপস্থাপন করার। এটুক বলতে পারি, দর্শক চমকে যাবে। কারণ এরকমভাবে উনাকে আগে কখনও দেখা যায় নি।

আসন্ন ঈদ উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২ টা ৩০ মিনিটে টেলিছবিটি প্রচারিত হবে চ্যানেল আইতে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর