thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

শপথ নিলেন মমতার মন্ত্রিসভার সদস্যরা

২০২১ মে ১০ ১৬:১০:১৯
শপথ নিলেন মমতার মন্ত্রিসভার সদস্যরা

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১০ মে) কলকাতার রাজভবনে কোভিড বিধি মেনেই শপথ নেন ৪৩ জন মন্ত্রী। টানা তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ও এ সময় উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার সকালে কলকাতার রাজভবনে ৪৩ মন্ত্রী শপথ নেন। এর মধ্যে ৪০ জন সশরীরে এবং বাকি তিনজন ভার্চুয়ালি শপথ নেন। করোনা বিধিনিষেধের কারণে সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সোমবার সকালে মমতার মন্ত্রিসভার শপথগ্রহণ শুরু হয়। পূর্ণমন্ত্রীদের পর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। সব শেষে একসঙ্গে শপথ নেন প্রতিমন্ত্রীরা। কোভিড বিধি মেনে অনুষ্ঠানের আয়োজন হওয়ার কারণে আলাদা করে নয়, এক সঙ্গেই শপথ নেন মন্ত্রীরা।

কোভিড পরিস্থিতিতে মাত্র ৬ মিনিটেই শেষ হয় শপথগ্রহণের পুরো অনুষ্ঠানটি। এর আগে গত বুধবার টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯২টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে। প্রার্থীর মৃত্যুর কারণে ২টি আসনে নির্বাচন স্থগিত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর