thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

মমতার মন্ত্রিসভায় জায়গা পেলেন না কোনো তারকা

২০২১ মে ১০ ১৬:১৭:৩৮
মমতার মন্ত্রিসভায় জায়গা পেলেন না কোনো তারকা

দ্য রিপোর্ট ডেস্ক: রুদ্ধশ্বাস এক নির্বাচন দেখলো পশ্চিমবঙ্গ। এবারের বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে হামলার শিকার হয়েছেন তারকারাও।

তবে সমানতালে লড়াই করেও মন্ত্রিসভায় কোনো তারকাকে স্থান দেননি মমতা ব্যানার্জী।

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীক নিয়ে জিতে এসেছেন বেশ কয়েকজন তারকা। অবাক করা বিষয় হলো, নতুন মন্ত্রিসভায় তাদের নাম নেই।

ভারতীয় গণমাধ্যমের খবর, সামনে এসেছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলা তৃণমূল সরকারের ৪৩ জন মন্ত্রীর তালিকা। আর তাতে নাম নেই কোনো টালিউডের তারকা প্রার্থীর।

গত ৫ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা। এবং তারপর শপথ নিয়েছেন বিধায়করাও। সোমবার গঠিত হচ্ছে রাজ্যের নতুন মন্ত্রিসভা। শপথ নিয়েছেন ৪৩ জন জয়ী বিধায়ক।

এবারের ভোটে একঝাক তারকাকে মনোনয়ন দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, চিরঞ্জিৎ, লাভলি মৈত্র, অদিতি মুন্সি ও কৌশানি মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তীকে দলের টিকিট তুলে দেন মমতা।

তাদের মধ্যে ভোটে জয়ী হয়েছেন— জুন মালিয়া, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অদিতি মুন্সি, সোহম চক্রবর্তী ও চিরঞ্জিত চক্রবর্তী। তাদের কারো নাম নেই মন্ত্রিসভার তালিকায়।

আর সে খবর সামনে আসতেই সমালোচনার ঝড় তুলেছেন বিরোধী পক্ষের সমর্থকেরা। তাদের মতে, শুধু ভোট পাওয়ার জন্যই টালিগঞ্জের তারকা প্রার্থীদের ব্যবহার করেছে তৃণমূল।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর