thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আইসিসি’র চোখে এপ্রিলের সেরা বাবর

২০২১ মে ১০ ২০:৫৮:০০
আইসিসি’র চোখে এপ্রিলের সেরা বাবর

দ্য রিপোর্ট ডেস্ক: মাঠের লড়াইয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন বাবর আজম। ধ্বংসাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে চলেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান।

তার পুরস্কারও পেয়ে যাচ্ছেন। বিরাট কোহলিকে টপকে আইসিসি’র ওয়ানডে সেরা ব্যাটসম্যান হয়েছেন আগেই। এবার আরও একটি পুরস্কার পেলেন বাবর। এপ্রিল মাসে আইসিসি’র সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের এ অধিনায়ক।

বাবর শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছেন স্বদেশী ফখর জামান ও নেপালের কুশাল ভুরতেলকে হারিয়ে। গত মাসে ওয়ানডেতে ৭৬ গড়ে বাবর সংগ্রহ করেছেন ২২৮ রান। আর টি-টোয়েন্টিতে ৪৩.৫৭ গড়ে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৫ রান।

প্রতি মাসে সেরা ক্রিকেটার ঘোষণার প্রচলন হওয়ার পর এই প্রথম ভারতের বাইরে কোন ক্রিকেটার পুরস্কারটি জিতলেন। এর আগের তিন মাসে সেরা হয়েছিলেন রিশাব পান্ত (জানুয়ারি), রবীচন্দ্রন অশ্বিন (ফেব্রুয়ারি) ও ভুবনেশ্বর কুমার (এপ্রিল)।

মেয়েদের ক্যাটাগরিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান এলিসা হিলি।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর