thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সূচকের উচ্চ লম্ফ, বেড়েছে লেনদেন  

২০২১ মে ১১ ১৫:১৩:০৬
সূচকের উচ্চ লম্ফ, বেড়েছে লেনদেন  

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঈদের বন্ধের আগে ইতিবাচক প্রবণতা চলছে শেয়ারবাজারে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সূচকটি গত তিনমাসে সর্বোচ্চ অবস্থানে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমানও। এদিকে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৪ পয়েন্টে।অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১০ পয়েন্টএবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৮ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে এক হাজার ৪০৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫১ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকার।

এদিন ডিএসইতে মোট ৩৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, দর কমেছে ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির।

অন্যদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৩৫পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৫৬৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬২লাখটাকার শেয়ার।

সিএসইতে এদিন লেনদেনে অংশ নেওয়া মোট ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

দ্য রিপোর্ট/এএস/১১ মে ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর