thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ জুন ২০২১, ৮ আষাঢ় ১৪২৮,  ১২ জিলকদ  ১৪৪২

অনলাইনে মুক্তি পাচ্ছে সালমানের ঈদের সিনেমা

২০২১ মে ১২ ০৮:৪০:৪৭
অনলাইনে মুক্তি পাচ্ছে সালমানের ঈদের সিনেমা

দ্য রিপোর্ট ডেস্ক: সুপারস্টার সালমান খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ঈদে মুক্তি পাচ্ছে।

ঈদ কিংবা দিওয়ালি মানেই সালমানের ছবি। তার ছবি দেখার জন্য এবছরও ঈদে ‘রাধে’ মুক্তি পেলেও তা দেখা যাবে না বড় বড় পর্দায়। ভারতে বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে ‘রাধে’।

এ ব্যাপারে সালমান জানান, ‘‘আমি জানি অনেকেই হতাশ হয়েছেন রাধে বড় পর্দায় দেখতে না পাওয়ার জন্য। কেউ কেউ অডিটোরিয়াম বুক করে আমার ছবির স্ক্রিনিং করার পরিকল্পনা করেছেন। কিন্তু, সবাইকে আমার অনুরোধ প্লিজ বাড়িতে বসে ছবি দেখুন। আমি চাই না এরপর লোক বলুক, সালমানের ছবি দেখতে গিয়ে করোনা হয়েছে। মানুষের যদি ছবি পছন্দ হয়, তাহলে মহামারি কেটে যাওয়ার পর অবশ্যই ছবি পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ব্যবস্থা করব।’’

(দ্য রিপোর্ট/আরজেড/১২ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর