thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টাঙ্গাইলে ৩০ কি‌লো‌মিটার এলাকায় যানজট

২০২১ মে ১২ ১০:৫১:৪২
টাঙ্গাইলে ৩০ কি‌লো‌মিটার এলাকায় যানজট

দ্য রিপোর্ট প্রতিবেদক: গণপ‌রিবহন বন্ধ থাকায় শে‌ষের দি‌কে ঈদ যাত্রায় মহাসড়‌কে মানু‌ষের দুর্ভোগ চর‌মে পৌঁছে‌ছে। টাঙ্গাই‌লের ক‌রটিয়া থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর পর্যন্ত প্রায় ৩০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে গা‌ড়ির দীর্ঘ সা‌রির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

রা‌তে মহাসড়‌কে গা‌ড়ির চাপ কিছুটা কম থাক‌লেও ভোর থে‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে‌ছে। এতে কোথাও কোথাও থে‌মে থে‌মে ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে যানবাহন।

আজ (বুধবার) সকাল থে‌কেই মহাসড়‌কে এই প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তবে যানজট নিরস‌নে কাজ কর‌ছে পু‌লিশ।

জানা গেছে, ক‌রোনাভাইরা‌সের সংক্রমণরো‌ধে সরকার লকডাউন ঘোষণা কর‌লেও সেটা মান‌ছেন না ঈদে ঘ‌রে ফেরা মানুষ। খোলা পিকআপ ভ্যান, ট্রাক, অ্যাম্বু‌লেন্স, মাইক্রোতে গাদাগা‌দি ক‌রে তাদের যে‌তে দেখা গে‌ছে।

ভোর থে‌কেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের কর‌টিয়া বাইপাস, টাঙ্গাই‌লের আশিকপুর বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা‌তে প্রচুর মানুষকে যানবাহ‌নের জন্য অপেক্ষা কর‌তে দেখা গে‌ছে। এ ছাড়া যানবাহন না পে‌য়ে অনেকেই হেঁটে গন্তব্যের দিকে রওনা দি‌য়েছে।

টাঙ্গাইল ট্রা‌ফিক পু‌লি‌শের সা‌র্জেন্ট কাজী অলিদ জানান, ভোর থে‌কেই মহাসড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে গে‌ছে। এতে মহাসড়‌কের কোথাও কোথাও যানবাহন থে‌মে থে‌মে চল‌ছে। বর্তমা‌নে বঙ্গবন্ধু সেতু থেকে কর‌টিয়া পর্যন্ত মহাসড়‌কে গা‌ড়ির দীর্ঘ সা‌রি র‌য়ে‌ছে।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, মহাসড়‌কে গা‌ড়ির ব্যাপক চাপ র‌য়ে‌ছে। ত‌বে গা‌ড়ি কোথাও থে‌মে নেই। ৫‌ কি‌লো‌মিটার গ‌তি‌তে সড়‌কে যানবাহন চলাচল কর‌ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর