thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

২০২১ মে ১২ ১৬:০৮:২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারি নির্দেশনা অমান্য করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে দূরপাল্লার বাস। উত্তরবঙ্গগামী ছাড়াও বিভিন্ন রুটে এসব দূরপাল্লার বাস চলাচল করছে।

আজ বুধবার (১২ মে ) সকাল থেকেই ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে বাসগুলো।

বাসগুলোতে নেই কোনো স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে বাড়িতে যাচ্ছেন যাত্রীরা। পাশাপাশি শিশুসহ নারী-পুরুষরা খোলা ট্রাক ও পিকআপভ্যানেও বাড়ি যাচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কিন্তু সরকারের সেই নির্দেশনা অমান্য করে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করছে।

এদিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে ভোররাত থেকেই ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কের টাঙ্গাইলের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যান চলাচল করছে। উত্তরবঙ্গগামী লেনে পরিবহনের ব্যাপক চাপ থাকলেও ঢাকাগামী লেনে তেমন পরিবহন চলাচল করছে না। তবে বেশি সংখ্যক মানুষ ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে বাড়ি যাচ্ছে।

গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি গাড়ি সেতু পারাপার হয়েছে। যদিও এবার বাসের সংখ্য ছিল খুবই কম। বুধবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে ৫১ হাজার ৯৪২টি যানবাহন। গত বছর বাস ট্রাক ও অন্যান্য পরিবহন মিলিয়ে প্রায় ৩৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়েছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর