thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি যে আহ্বান জানালেন সালাহ

২০২১ মে ১২ ১৬:১২:৩৬
ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি যে আহ্বান জানালেন সালাহ

দ্য রিপোর্ট ডেস্ক: শুক্রবার থেকে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলছে।

অন্যদিকে গাজায় বিমান হামলা চালোনো শুরু করে ইসরায়েল। এই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

২০১৭ সাল থেকে ইংলিশ দল লিভারপুলের হয়ে খেলছেন মোহাম্মদ সালাহ। ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। বিশেষ করে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

টুইটারে বরিস জনসনকে মেনশন করে পোস্ট করেছেন মিশরীয় ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশেষ করে গেল চার বছর ধরে যেই দেশটিতে আমি বাস করছি সেই দেশের প্রধানমন্ত্রীকে। ক্ষমতায় থাকার জন্য নিরপরাধ মানুষ হত্যা করা হচ্ছে। অবিলম্বে তাদের থামাতে হবে। যথেষ্ট হয়েছে।’

চলমান মৌসুমটা ভালো যায়নি সালাহর লিভারপুলের। প্রিমিয়ার লিগে তিন ম্যাচ বাকি রয়েছে অলরেডদের। বর্তমানে তাদের অবস্থান সাত নম্বরে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

দল সুবিধা না করতে পারলেও উজ্জ্বল সালাহর পারফরমেন্স। সব প্রতিযোগিতায় ৪৭ ম্যাচ খেলে ২৯ গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন মিশরীয় অধিনায়ক।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর