thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

২০২১ মে ১৪ ০৯:৫৯:৫৪
ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

দ্য রিপোর্ট ডেস্ক: বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। যদিও করোনা সংকটের কারণে এই আয়োজন কিছুটা সীমিত। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

মাছরাঙা
সন্ধ্যা ৬টায় প্রচার হবে নাটক: গার্লফ্রেন্ড শুধু গিফট চায়। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: দেবব্রত রনি। অভিনয়ে: সজল, সালহা নাদিয়া প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: রূপার যাদু। রচনা: মহিউদ্দীন। পরিচালনা: গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে: জোভান, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে নাটক: ম্যারাডোনার ছেলে। রচনা: মুনতাহা বৃত্তা। পরিচালনা: অনন্য ইমন। অভিনয়ে: তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে নাটক: এক্সচেঞ্জ।

চ্যানেল আই
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কক্সবাজারে কাকাতুয়া। রচনা: ফরিদুর রেজা সাগর। পরিচালনা: আফজাল হোসেন। অভিনয়ে: আফজাল হোসেন, সুমন প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক: শহরের শেষ বাড়ি। রাবেয়া খাতুনের মূলগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মাসুম শাহরিয়ার। পরিচালনা: আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: জুনায়েদ বাগদাদী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক:পাগলা রাজা বাসর ঘরে। রচনা: সাজ্জাদ স্বপন। পরিচালনা: মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে: আরফান নিশো, মেহজাবিন প্রমুখ।

এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে নাটক: টেটমেন। রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা মাহফুজ আহমেদ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক দৌড়ের উপর। রচনা: পারভেজ ইমাম, পরিচালনা: সোহেল তালুকদার। অভিনয়ে: মীর সাব্বির, নাদিয়া, আখম হাসান, সামিনা বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, ওবিদ রেহান, শফিক খান দিলু, আশরাফ কবীর প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: পিলিয়ার। রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, তানজিকা, আরফান, শাহনাজ খুশি, শামীম জামান, মাহা, বৃন্দাবন দাস, সামিনা, আমানুল হক হেলাল প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: টম এন্ড জেরী। রচনা: গোলাম সারোয়ার অনিক, পরিচালনা: এম আর মিজান।

এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে নাটক: স্বপ্নীল। রচনা ও পরিচালনা: আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবিন, পাভেল ইসলাম, খায়ুল আলম টিপু, সুজাত শিমুল প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শেফালির প্রেমিকেরা। রচনা: কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে নাটক: এই পৃথিবী আমাদের। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: তাহসান খান, পূর্ণিমা, মুনিরা মিঠু, খলিলুর রহমান কাদেরী, মোহাম্মদ মামুন, আনোয়ার হোসাইন, রিমু রেজা খন্দকার প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: কাঁটা হেরি ক্ষান্ত কেন। রচনা: বৃন্দাবন দাশ। পরিচালনা: দীপু হাজরা। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে নাটক: শেষটা অন্যরকম ছিল। রচনা: কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মোশাররফ করিম, তানজিন তিশা, শিল্পী সরকার অপু প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক: অত:পর। রচনা ও পরিচালনা: সেরনিয়াবাত শাওন। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, কায়েস চৌধুরী, সাহানা আফরোজ স্বপ্না, মানতানা ওয়ারদা, সোহান প্রমুখ।

দীপ্ত টিভি
বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: শহরে, টুকরো রোদ। পরিচালনায়: নূর ইমরান মিঠু, অভিনয়ে: আজমেরী বাঁধন, পার্থ বড়ুয়া। সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক: গ্রাজুয়েট হকার, পরিচালনায়: শেখ সেলিম, অভিনয়ে: জোভান, তানজিন তিশা। সন্ধ্যা ৮টায় প্রচার হবে নাটক: বৌয়ের টাকায় চলে, পরিচালনায়: শিহাব শাহীন, অভিনয়ে: অপূর্ব, তিশা। রাত ১০টায় প্রচার হবে শর্টফিল্ম: ম্যাঁও, পরিচালনায়: তানিম রহমান অংশু, অভিনয়ে: মিথিলা। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: অসময়ের শুটিং, পরিচালনায়: শাফায়েত মানসুর রানা, অভিনয়ে: মনোজ প্রমানিক, তাসনিয়া ফারিন। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে নাটক: মনের মত বাগান, পরিচালনায়: হিমি, অভিনয়ে: তৌসিফ, সাফা। রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে নাটক: ফিমেল, পরিচালনায়: কাজল আরেফিন অমি, অভিনয়ে: সানজানা সরকার রিয়া, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম প্রমুখ।

চ্যানেল নাইন
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: প্রেম সমাচার। অভিনয়ে: সাব্বির আহমেদ, প্রকৃতি, শিশির আহমেদ প্রমুখ। সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক: আফটার ব্রেক আপ। পরিচালনা কাজী সাইফ আহমেদ। অভিনয়ে: মুকীত জাকারিয়া, মৌমিতা প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটক: সু-মেকার। অভিনয়ে: মিশু সাব্বির, সারিকা সাবা অনিক। রচনা ও পরিচালনা: মোহন আহম্মেদ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: ভালোবাসি তাই। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: বাঁকে বাঁকে স্বপ্ন। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: নাদিয়া, জোনায়েদ, লিনা, শেলি আহসান প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর