thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঈদের দিনে চট্টগ্রামের রাস্তায় কোমর পানি

২০২১ মে ১৪ ১৬:০৩:৫৫
ঈদের দিনে চট্টগ্রামের রাস্তায় কোমর পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি হওয়াতে তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চলের বেশি ভাগ অংশ।

শুক্রবার (১৪মে) সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টারও বেশি বৃষ্টি ছিল।

জানা গেছে, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রামের প্রবর্তক মোড়, আগ্রাবাদ সিডিএ, চকবাজার, আবাসিক এলাকা, দুই নম্বর গেইট, খাতুনগঞ্জ, বহদ্দারহাটসহ অধিকাংশ নিম্নাঞ্চলের সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। একই সাথে এসব এলাকার দোকানপাটে পানি ঢুকে যায়। আর জলাবদ্ধতার কারণে পানি মাড়িয়ে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে ঈদের দিন চলাচল করতে হয় নগরবাসীদের।

স্থানীয় একজন বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ঈদের নামাজ আদায় করতে গিয়েছি বেশি ভাড়া দিয়ে। আর অল্প বৃষ্টিতে জলাবদ্ধা তৈরি হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, আজ সন্ধ্যার দিকে আবার বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যরাতে আবারও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর