thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

গাজায় ৪০ মিনিটে সাড়ে ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

২০২১ মে ১৪ ২১:৪০:৫৯
গাজায় ৪০ মিনিটে সাড়ে ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

দ্য রিপোর্ট ডেস্ক: ফিলিস্তিনের গাজায় চল্লিশ মিনিটে সাড়ে ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

শুক্রবার (১৪ মে) এক টুইটবার্তায় ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আভিচাই আদরেই এমন তথ্য দিয়েছেন।-খবর আল-অ্যারাবিয়াহর

উপত্যকাটিতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, গাড়ি উড়ে যাচ্ছে আর বসতবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে।

গত পাঁচ দিন ধরে চলতে থাকা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১১৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩১টি শিশু, ১৯ নারীও রয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ৮০০ ফিলিস্তিনি।

আভিচাই বলেন, গাজায় ভূগর্ভস্থ স্থাপনায় ব্যাপক আঘাত হানা হয়েছে। আমরা হামলা অব্যাহত রেখেছি। রাতের অভিযানে ১৬০টি বিমান ও ছয়টি বিমান ঘাঁটি ব্যবহার করা হয়েছে।

হামাসের নিক্ষেপ করা অধিকাংশ রকেটই ভূপাতিত করে দিয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এবার গাজা সীমান্তে স্থল হামলার প্রস্তুতি নিতে সেনা জড়ো করছে ইসরায়েল।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর