thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

২০২১ মে ১৬ ১০:৫৭:৩১
গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দ্য রিপোর্ট ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার সপ্তম দিনে তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে ৪১ শিশুসহ নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

সোমবার মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত দেড়শ’ বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

সীমান্ত থেকে চালানো হয়েছে কামানের গোলাও। এতে প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সুরঙ্গ ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ার বাড়ি ধ্বংস হয়ে গেছে।

যতদিন প্রয়োজন হামলা অব্যাহত রাখা হবে বলে উল্লেখ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস। যাতে এ পর্যন্ত নিহত হয়েছে দশজন ইসরায়েলি।

আল জাজিরাসহ গাজায় আন্তর্জাতিক গণমাধ্যমের ভবন ধ্বংস করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল।

এদিকে ফিলিস্তিনের প্রতি সহমর্মীতা জানিয়ে, বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে।

এসময় জো বাইডেনের ঈদ পার্টি বর্জনে আহ্বান জানান, মুসলিম নেতারা। আর পরিস্থিতি নিয়ে এদিন বৈঠকে বসার কথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মে, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর