thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১, ১৯ শ্রাবণ ১৪২৮,  ২৪ জিলহজ ১৪৪২

ভারতীয় ধরন শনাক্ত হওয়া সেই ৫ জন পুরোপুরি সুস্থ

২০২১ মে ১৬ ১৯:৪৬:০৫
ভারতীয় ধরন শনাক্ত হওয়া সেই ৫ জন পুরোপুরি সুস্থ

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের বিধ্বংসী ভারতীয় ভ্যারিয়েন্টে (ধরন) শনাক্ত পাঁচজন পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ রোববার (১৬ মে) দুপুরে ভার্চুয়াল বিফ্রিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জিনোম সিকোয়েন্সে যে কয়টি শানক্ত পেয়েছিলাম সেটি আমরা এরইমধ্যে জানিয়েছি। সর্বশেষ আমরা ভারতীয় ভ্যারিয়েন্ট ছয় জনের নমুনায় পেয়েছি। নতুন করে জিনোম সিকোয়েন্স হচ্ছে, যদি আরও পাই তাহলে সেটিও জানিয়ে দেব।

নাজমুল ইসলাম বলেন, ভারত থেকে আসা সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তাদের মধ্যে যাদের করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল তাদের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্ট চিহ্নিত করা হয় এবং তাদের আলাদা করে কঠোর কোয়ারেন্টাইন করে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভারতফেরত দুই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হলেও তাদের সংক্রমণ ভারতীয় ভ্যারিয়েন্ট কি না তা এখনও নিশ্চিত নয়। তিনি বলেন, দুজনকেই আলাদা রাখা হয়েছে। তাদের এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে না।

পরিচালক বলেন, ভারতফেরত দুইজনেরই শারীরিক অবস্থা স্বাভাবিক, তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, তাদের জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে, শনাক্ত হলে স্বাস্থ্য অধিদফতর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর